শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৩:২২ পিএম

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় যখন বিশ্ব, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার পূর্বসূরি বারাক ওবামার সঙ্গের পুরনো প্রতিদ্ব›িদ্বতা উসকে দিয়েছেন। এবার সরাসরি ওবামাকে আক্রমণ করেছেন তিনি। খবর দ্য ইকোনোমিক টাইমসের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘ওবামা কিছু না করেই শান্তিতে নোবেল পেয়েছিলেন।’ 
একইসঙ্গে নিজের কর্মকান্ড তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। আমি সত্যিকারের শান্তি স্থাপনের জন্য কাজ করেছি, কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেয়া হয়নি।’
২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস পরই বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই বিতর্ক চলে আসছে, যা ট্রাম্প প্রায়ই নিজের রাজনৈতিক বক্তব্যে তুলে ধরেন। বিশ্লেষকরা মনে করছেন, নোবেল শান্তি পুরস্কারের আগের দিন এমন মন্তব্যের মাধ্যমে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে চাইছেন ট্রাম্প।

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!