বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর ও পতাকায় আগুন, ভারতের দুঃখ প্রকাশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৮:২০ পিএম

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর ও পতাকায় আগুন, ভারতের দুঃখ প্রকাশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবারের (২ ডিসেম্বর) এই হামলার ঘটনায় এক বিবৃতিতে দুঃখপ্রকাশ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। 
এতে আরো বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। 
এর আগে সোমবার(২ডিসেম্বর) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমে ছড়ানো গুজবের জেরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয় বলে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের এক প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, হিন্দুত্ববাদীরা এ হামলা চালিয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!