রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নাশকতাকারীদের ধরতে দেশজুড়ে শাড়াশি অভিযান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ১০:২০ এএম

নাশকতাকারীদের ধরতে দেশজুড়ে শাড়াশি অভিযান

 নাশকতাকারীদের ধরতে দেশজুড়ে শাড়াশি অভিযান চলছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেসব দৃস্কৃতকারী অগ্নিসন্ত্রাকারীরা রাজধানীসহ সারা দেশে সন্ত্রাস চালিয়েছে তাদেও ধরতে সর্বাত্মক অভিযান চলছে। অভিযানের তৃতীয় দিনে ২৪ জুলাই আরও ৩ সহস্রাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। অভিযান চলমান রয়েছে,থাকবে। পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নাশকতার পেছনে অর্থায়ন এবং সহিংসতার নির্দেশদাতাদের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। ভিডিও দেখে দেখেও সন্কাত করা হচ্ছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার জানান, রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা ১৫৪টি মামলায় ১ হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতার  হওয়া অনেকেই এখন রিমান্ডে। নাশকতার পেছনে অর্থায়ন এবং সহিংসতার নির্দেশদাতাদের ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তিনি বলেন, দুর্বৃত্তরা ঢাকায় পুলিশের ৬৯টি স্থাপনায় হামলা চালিয়েছেন। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি ট্রাফিক বক্সে। সহিংসতায় পুলিশের যে ক্ষতি হয়েছে তা নিয়ে আমাদের উন্নয়ন বিভাগ কাজ করছে। এ পর্যন্ত ৮ কোটি ৭২ লাখ টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ডিএমপি এক বিবৃতিতে জানায়, সহিংসতায় তাদের মোট ৬১ কোটি টাকা ক্ষতি হয়েছে। তিনজন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়ে যুগ্ম-কমিশনার বিপ্লব বলেন, পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের একজনকেও রেহাই দেওয়া হবে না। গত কয়েকদিন ধরে ঢাকায় যে সহিংসতা ও নাশকতা হয়েছে এবং যেভাবে পুলিশ ও অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে তা কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতিবাদ হতে পারে না, এটা বিএনপি-জামায়াতের লোকজনই করেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!