মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তুহিন চৌধুরীর মুক্তির দাবিতে নীলফামারী জেলা যুবদলের বিক্ষোভ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:২০ পিএম

তুহিন চৌধুরীর মুক্তির দাবিতে  নীলফামারী জেলা যুবদলের বিক্ষোভ

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ আসনের ষষ্ঠ সংসদের সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল। গতকাল ৪ মে রোববার বিকেলে নীলফামারী জেলা যুবদল এবং এর সকল উপজেলার শাখা কমিটির উদ্যোগে,পৌর মার্কেটেস্থ জেলা বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু প্রমুখ। 
সভাপতির বক্তব্যে শাহাদত চৌধুরী বলেন, ২০০৭ সালে তৎকালীন সরকারের সময়ে দুদকের দায়ের করা মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এবং বিগত আওয়ামী সরকারের রোষানলে পড়ে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং দেশে ফিরে বীরের বেশে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেছেন, তাই বর্তমান সরকারের উচিত তাকে দ্রæত মুক্তি দেওয়া। 
উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা  বলেন, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের  নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীসহ বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছে এবং তার নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর রংপুর বিভাগ অচল করে দেওয়া হবে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!