বিসিবির সাবেক সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও তাঁর স্ত্রীর নামে পৃথক দুটিসহ মোট তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাপনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় ২০ কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ২০টি ব্যাংক হিসাবে ৭৪২ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যপ্রমাণ পেয়েছে সংস্থাটি।
সোমবার ৫ মে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন,পাপনের বিরুদ্ধে কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে।সিবির সাবেক এই সভাপতি ছাড়াও তাঁর স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৯ কোটি ৩২ লাখ টাকার দুর্নীতির লেনদেনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালক এবং বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।পাপনের দুর্নীতি অনুসন্ধানে বিসিবিতে দুদকের চিঠি, চাওয়া হয়েছে ২৭ ধরনের তথ্যপাপনের দুর্নীতি অনুসন্ধানে বিসিবিতে দুদকের চিঠি, চাওয়া হয়েছে ২৭ ধরনের তথ্য
এ ছাড়া পাপনের ছেলে রাফসান রহমান, দুই মেয়ে রুশমিলা রহমান (অহনা) ও সুনেহরা রহমান (তন্নি),তন্নির স্বামী ও বেক্সিমকো ফার্মার স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজার রাকিন আল মাহমুদ এবং ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রী সুলতানা নিঝুমের সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।এর আগে গত ১৮ মার্চ দুদক বিসিবির সাবেক সভাপতি পাপনের নামে থাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করা হয়। তার আগে ১৬ মার্চ নাজমুল হাসান, তাঁর স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
আপনার মতামত লিখুন :