সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:২০ পিএম

শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার ৫ মে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। 
সূচি অনুযায়ী, ১৭ জুন গলে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৫ জুন কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল।এরপর কলম্বোয় ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি হবে পাল্লেকেলে। তিনটি ম্যাচই রাখা হয়েছে দিবা-রাত্রীর। টি-২০ তিনটি হবে তিন ভেন্যুতে। এর মধ্যে ১০ জুলাই পাল্লেকেলে সিরিজের প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই ডাম্বুলায় হবে দ্বিতীয় টি-২০। ১৬ জুলাই শেষ টি-২০ খেলবে দুই দল। ম্যাচটি হবে কলম্বো। 
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা ১৩ জুন দেশ ছাড়বেন। সিরিজ শেষ করে ১৭ জুলাই দেশে ফিরবেন।অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এক মাসের বেশি সময় শ্রীলঙ্কায় থাকবেন ফিল সিমন্সের শিষ্যরা।বাংলাদেশ আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সেখান থেকে যাবে পাকিস্তান। ২৫ মে থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ খেলবে নাজমুল শান্তর দল।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!