পারভেজ উজ্জ্বল, নীলফামারী প্রতিনিধি: ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ ২১মার্চ শুক্রবার বাদ জুমা নীলফামারী বাজার জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরস্থ চৌরঙ্গী মোড়ের স্মৃতি অ¤øান চত্বরে সমবেত হয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি মো, তাসমুল ইসলাম সাগর, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, ছাত্রশিবির শহর সভাপতি মো,শফিকুল ইসলাম,মোঃ মাজেদুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র শিবির, শহর শাখার সাধারণ সম্পাদক মো, মাজেদুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল আবারও ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বোমা হামলা চালানোর ফলে যে প্রাণহানি ঘটিয়েছে তা অত্যন্ত ন্যাক্কার জনক । যা বিশ্বের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এছাড়াও সম্প্রীতি ভারতে মুসলিমদের বেশ কিছু মসজিদ ভাঙচুর ও মুসলিমদের উপর হামলা করে যা অত্যান্ত দুঃখজনক। বক্তারা মুসলিমদের উপর এসব অত্যাচার, নির্যাতন বন্ধ করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :