শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০১:৪২ পিএম

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় গ্রেফতার ১

নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)  এবং হযরত আয়েশা (রাঃ) কে কটূক্তি করার জন্য সুসান্ত রায়(৪০) নামের একজন কে গ্রেফতার করেছে পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম।জানা যায়, গত ১৭ মার্চ সোমবার নীলফামারী একটি ফেসবুক গ্রুপে রঃু ঝধনঁল অযসবফ নামের একটি আইডি থেকে হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর সম্পর্কে অবমাননাকর মন্তব্য পোস্ট করে। একই গ্রæপের সদস্য সুশান্ত রায় উক্ত পোস্টটি শেয়ার করলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে দ্রæত তদন্ত শুরু করে জেলা পুলিশ। তদন্তে জানা যায়, উক্ত পোস্টের মূল হোতা হচ্ছেন সবুজ ইসলাম, যিনি রঃু ঝধনঁল অযসবফ নামক ফেসবুক আইডি ব্যবহার করতেন।পোস্ট শেয়ারকারী গ্রেপ্তারকৃত  সুশান্ত রায় হলেন,  নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা পাইকারপাড়া এলাকার পরেশ বাবুর ছেলে।
পুলিশ সূত্র মতে, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক বিশেষ টিম গঠন করা হয়। অভিযুক্ত সুশান্ত রায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন এবং নীলফামারী ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। পুলিশের নজরদারির কারণে তিনি দেশত্যাগে ব্যর্থ হন। অবশেষে পুলিশ গ্রেফতার করে। 
পুলিশ জানায়, সুশান্ত রায় তার অপরাধের সত্যতা স্বীকার করেছে। তদন্তে আরও জানা যায় এই ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উসকানিতে তিনি দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করায় সুশান্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ব্যবহৃত ঠওঠঙ ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!