মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

গোবিন্দ-পতœীর এবার পাঁচ কামরার বড় ফ্ল্যাট চাই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:০০ পিএম

গোবিন্দ-পতœীর এবার পাঁচ কামরার বড় ফ্ল্যাট চাই

একটা সময় গোবিন্দকে নিয়ে যে আত্মবিশ্বাসের কথা শোনান সুনীতা, এখন কি সেই বিশ্বাস টলমল? মরাঠি অভিনেত্রীর সঙ্গে স্বামীর সম্পর্কের কথা স্বীকার করে নিলেন নাকি? গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে গত কয়েক মাস ধরেই কাঁটাছেড়া চলছে। তাঁদের দাম্পত্যে নাকি আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির। যদিও সুনীতা জানিয়েছিলেন, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই তাঁদের আলাদা করার। কিন্তু একটা সময় স্বামীকে নিয়ে যে বিশ্বাসের কথা শোনান সুনীতা, সেই বিশ্বাস কি ফের টলমল? মরাঠি অভিনেত্রীর সঙ্গে স্বামীর পরকীয়ার কথা কি স্বীকার করলেন সুনীতা?
-আনন্দবাজার

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!