সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

এবার প্রাথমিকে থাকছে না সংগীত ও শারীরিক শিক্ষক পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৫:৪৩ পিএম

এবার প্রাথমিকে থাকছে না সংগীত ও শারীরিক শিক্ষক পদ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বিতর্কের মুখে বাতিল করা হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার।
প্রেসিডেন্টের আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এ প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৮শে আগস্ট জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ পরিবর্তন আনা হয়েছে। সেখানে নতুন করে সৃষ্টি করা এ দুটি পদ বাতিল করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৫৯-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশের সংবিধানের ১৪০(২) অনুচ্ছেদের বিধান মোতাবেক সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এ সংশোধন আনা হলো।
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে জটিলতা কাটল সহকারী শিক্ষক নিয়োগের। এর মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে মিটিং করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 
এর আগে গত আগস্টে প্রকাশিত বিধিমালার বিজ্ঞান বিভাগের ২০ শতাংশ কোটা নিয়ে জটিলতা দেখা দেয়। বিধিতে বলা হয়, ‘এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা,তন্মধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিওধারী প্রার্থীগণের দ্বারা এবং ৮০% পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে।
নতুন বিধি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ কোটা রাখা হয়েছে। এর পাশাপাশি বাকি ৭৩ শতাংশ সাধারণ প্রার্থীদের থেকেও তাদের নিয়োগ দেয়া হবে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!