সময় যত এগোচ্ছে, পরিবেশে দূষণের মাত্রা ততই বাড়ছে। এর পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভ্যাসেও বাড়ছে অস্বাস্থ্যকর উপাদানের ব্যবহার। চিকিৎসকদের মতে, ক্যান্সারের পেছনে অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই দায়ী। তাই সচেতন হয়ে এখন থেকেই ক্যান্সার প্রতিরোধের অভ্যাস গড়ে তোলা জরুরি।
বাজারে সহজে পাওয়া যায় কয়েকটি সবজির মধ্যে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। চলুন, জেনে নিই।
গাজর: গাজরে থাকে বিটা ক্যারোটিন। এটি আসলে এক ধরনের ভিটামিন এ, যা দেহের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ কমাতে সাহায্য করে।
ফলে রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এ ছাড়া গাজরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই এটি পেট পরিষ্কার রাখে। ফলে পাকস্থলী ও মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
রসুন: রসুনের নানা গুণের মধ্যে অন্যতম হলো ক্যান্সার প্রতিরোধ।
এতে থাকা অ্যালিসিন নামের যৌগ ক্যান্সার কোষ ধ্বংসে সাহায্য করে এবং শরীরের ডিএনএ-এর গঠন অক্ষুণ্ণ রাখে। তবে বেশি আঁচে রান্না করলে রসুনের উপকারী গুণ নষ্ট হয়ে যায়। তাই কাঁচা রসুন বা থেঁতো করে নেওয়ার ১০ মিনিটের মধ্যে খাওয়া সবচেয়ে উপকারী।
ব্রকলি: সবুজ সবজিগুলোর মধ্যে ব্রকলি অন্যতম পুষ্টিকর। এতে সালফোরাফেন নামক যৌগ থাকে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে কার্যকর ভূমিকা রাখে। গবেষণা বলছে, বড় ব্রকলির তুলনায় ছোট ব্রকলিতে এই উপাদানের পরিমাণ বেশি থাকে, তাই নিয়মিত খাদ্যতালিকায় ছোট ব্রকলি রাখা আরো উপকারী। সূত্র : আনন্দবাজার

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :