রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বিটিভিতে আগুন, সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৮:০৯ পিএম

বিটিভিতে আগুন, সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এমন ঘটনার পরে দ্রæত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে বিটিভি বলেছে, ‍‍`বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রæত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রæত সহযোগিতা কামনা করছি।‍‍`ওই এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রামপুরা-বাড্ডা পুরো সড়ক ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের দখলে। সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে স্থানীয়দের দেখা যায়।
পরে বিকেলের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে এসে টিযারশেল ছুড়ে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এ সময় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!