রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নাশকতাকারীদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ১১:৫৫ এএম

নাশকতাকারীদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিটিভিসহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে তাদের ধরতে দেশের জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আনাচে-কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের ধরতে জনগণকে পাশে চেয়ে প্রধানমন্ত্রী বলেন বিএনপি-জামায়ত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।‘শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে’শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের দেওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বিটিভি ভবন পরিদর্শন শেষে এ আহ্বান জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে যারা নাশকতা চালিয়েছে, তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের ধরতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এর আগে গতকাল বৃহস্পতিবার এদিনও ধ্বংসযজ্ঞকারীদের বিরুদ্ধে জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির মেট্রোরেল পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তান্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে, দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!