কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং হোটেল আগ্রাবাদ এর মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে হোটেল আগ্রাবাদ এর কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস, জাহির আহমেদ এবং হোটেল আগ্রাবাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; অগ্রাবাদ ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ রিয়াজ উদ্দিন; আন্দরকিল্লা ব্রাঞ্চের ম্যানেজার আবদুল্লাহ-আল-মামুনসহ অন্যরা।
এছাড়া হোটেল আগ্রাবাদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. হাসানুল ইসলাম; হেড অব সেলস সঞ্জয় ভৌমিক; ডেপুটি চিফ অ্যাকাউন্ট্যান্ট মো. জামাল হোসেনসহ উর্ব্ধতন কর্মকর্তারা।
চুক্তিনুযায়ী হোটেল আগ্রাবাদ, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা সকল আউটলেট ও পার্টনার সেবাসমূহে বিশেষ ছাড় পাবে। কার্ডধারীরা রুম ভাড়ায় ৬০%; মল্লিকা রেস্টুরেন্টে ১৫%; সোহো, বেকারী এবং লন্ড্রিতে ১০% আর সুইমিং পুল ও জিমের বাৎসরিক সদস্য পদের পাশাপাশি স্পাতে পাবেন ২০% ছাড়। এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :