বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৭:৫০ পিএম

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার দুপুরে তার ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশনা দেন। তিনি লেখেন, নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায় অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।এছাড়া আরেকটি অংশ ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। এতে মৎস্য ভবন ও নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!