বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নারী ক্রিক্রেটাদের রুদ্ধশ্বাসের জয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০২:৪৬ পিএম

নারী ক্রিক্রেটাদের রুদ্ধশ্বাসের জয়ে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশেআয়ারল্যান্ডকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেখিয়ে দিয়েছে লড়াইটা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ার প্রশ্নই আসে না।২৩৬ রানের লক্ষ্যনারীদের ক্রিকেটে বড় টার্গেটই বলা চলে। সেই লক্ষ্যে খেলতে নেমে একসময় ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ নারী দল। পরে ১৮৬ রানে হারায় আরও তিন উইকেট। জয় তখন অনেকটাই অনিশ্চিত।
কিন্তু হাল ছাড়েননি রিতু মনি। দেখালেন ধৈর্য,সাহস আর আত্মবিশ্বাসের নিদর্শন। ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থেকে দলকে এনে দিলেন নাটকীয় এক জয়। শেষ দিকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ বল হাতে রেখে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটি তাদের টানা দ্বিতীয় জয়। ফলে পাকিস্তানকে পিছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিগার সুলতানার দল।এর আগে অধিনায়ক নিগার সুলতানাও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ৬৮ বলে ৫১ রান করে দলের বিপদের সময় বড় ভূমিকা রাখেন তিনি।শারমিন আক্তারের ২৪ ও ফাহিমা খাতুনের ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দুটি মিলে রিতুর সঙ্গে গড়ে তোলে জয়ের ভিত।ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। নাহিদা আক্তারের থ্রোয়ে ৪ রানে প্রথম উইকেট হারালেও, এরপর ব্যাটাররা সবাই রান পান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!