এবার পাকিস্তানে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করেছে বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে যা বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রান। বড় এই রান করার পথে বাংলাদেশ নারী দলের তিন ব্যাটার ফিফটি করেছেন। তারা হলেন-ওপেনার ফারজানা হক, তিনে নামা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও চারে ব্যাট করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
লাহোরের স্পোর্টস কমপ্লেক্স মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ওপেনিং জুটি ঠিক জমেনি। ইসমা তানজিম ও ফারজানা ৩৫ রানের ওপেনিং জুটি গড়েন। ইসমা ফিরে যান ১৪ রান করে। সেখান থেকে ফারজানা ও শারমিন ১০৩ রান যোগ করেন। শারমিন ফিরে যান ৭৯ বলে ৫৭ রান করে। সাতটি চার মারেন তিনি।
পরেই আউট হন ফারজানা। তার ব্যাট থেকে ৮৪ বলে ৫৭ রানের ইনিংস আসে। ছয়টি চারের শট মারেন এই ওপেনার। এরপর নিগার সুলতানা ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বড় করেন। উইকেটরক্ষক এই ব্যাটার ৫৯ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট ১১টি চারের শট আসে। এছাড়া ঋতু মনি ১২ ও ফাহিমা খাতুন ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন।
ওয়ানডে ফরম্যাটে এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ রান ছিল ২৭১। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওই রান করেছিল জ্যোতির দল। ওই ম্যাচে ১৭৮ রানে জিতেছিল নারী ক্রিকেট দল। তার আগে গত বছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রান ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ রান।
আপনার মতামত লিখুন :