শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ব্যাংককে মোদি- ইউনূস বৈঠক নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:১৭ পিএম

ব্যাংককে মোদি- ইউনূস বৈঠক নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দিল্লি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘বিমসটেক’ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলমান। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি।শুক্রবার বিকালে ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিমসটেক জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকের ফাঁকে নরেন্দ্র মোদি ও মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনো আপডেট নেই।’
এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এপ্রিলের ২ থেকে ৪ তারিখ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা, সে বিষয়ে ঢাকার কাছ থেকে তারা প্রস্তাব পেয়েছেন। তবে বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও সিদ্ধান্ত হয়নি। 
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পরে প্রায় সাড়ে সাত মাস কেটে গেছে, কিন্তু এখনও নরেন্দ্র মোদির সঙ্গে তার মুখোমুখি বৈঠক ও আলোচনা সম্ভব হয়নি। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি। মাঝে দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!