রাজধানীসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭৭ জনকে।এছাড়া ডেভিল হান্ট এবং অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ১ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৫ ফেব্রæয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।
এসময় তিনি আরো জানান,অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ৪৭৭ জনের মধ্যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/ চাকু, দুটি রামদা/ দা এবং তিনটি হ্যামার রয়েছে।
অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রæয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে,যার উদ্দেশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা।
আপনার মতামত লিখুন :