মহিমান্বিত পবিত্র শবে বরাত পালিত। যা মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, মহান আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন।
বাংলাদেশে আজ শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ রাত উদযাপিত হচ্ছে। মাগরিবের নামাজের পর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হয়েছেন। অনেকেই সারা রাত নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে ইবাদতে মশগুল থাকবেন।
শবে বরাত উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত ইবাদত-বন্দেগির পাশাপাশি আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করে থাকেন। অনেকেই পরদিন নফল রোজা রাখেন, যা ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সুন্নত।বাংলাদেশে শবে বরাতের অন্যতম ঐতিহ্য হলো হালুয়া-রুটি তৈরি ও বিতরণ। পরিবারগুলোর মাঝে এ ঐতিহ্য শত শত বছর ধরে চলে আসছে। পুরান ঢাকার বেকারিগুলোতে বিশেষ পাউরুটি পাওয়া যায়, যা এ রাতের খাবারের অন্যতম আকর্ষণ।
বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত পালনের প্রথা ভিন্ন হলেও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ,ভারত,পাকিস্তান,পাশাপাশি তুরস্ক,ইরান, ইন্দোনেশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে এটি বিশেষভাবে উদযাপিত হয়। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এর প্রচলন তুলনামূলক কম। সারা রাত ইবাদত-বন্দেগি শেষে ফজরের নামাজে মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ মোনাজাত করেন।
আপনার মতামত লিখুন :