বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

একযুগ পরে মনে হচ্ছে এক অন্যরকমের বর্ষবরণ /নববর্ষ আনন্দ শোভাযাত্রা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৬:০০ পিএম

একযুগ পরে মনে হচ্ছে এক অন্যরকমের বর্ষবরণ /নববর্ষ আনন্দ শোভাযাত্রা

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : ফ্যাসিস্ট সরকারের পতনের সাত মাস পর, বাংলা সনের নতুন বছরে যেনো মুক্ত হয়ে মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে মুগ্ধতায় এবারের পহেলা বৈশাখ। তাই ফ্যাসিস্ট মুক্ত হয়ে প্রথম  পালিত হচ্ছে বঙ্গাব্দ ১৪৩২।এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মূল প্রতীকী হলো বিগত ‘ফ্যাসিস্টদের পুত্তলিকা চিহ্নিত করন। আর সকলের নিজের পছন্দমতো, বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, উৎসবমুখর হয়ে ওঠে।
আনন্দ শোভাযাত্রার মিছিলে আগত মৌনতা বলেন ‘এর আগেরবার যখন শোভাযাত্রার যাত্রী ছিলাম, তখন হাতে হাতে নৌকা আর শেখ মুজিবের প্লেকার্ড দেওয়া হতো। কিন্তু এবার আমি নিজের পছন্দ মতো বেলুন বাঁশি নিয়ে শোভাযাত্রার মিছিলে দাঁড়িয়েছি। আমাকে কেউ অন্য কিছু হাতে নিত বলেনি। তাই আমার আজকে মনে হচ্ছে, এবার সম্পূর্ণ নতুনভাবে নতুন আঙ্গিকে মনের নববর্ষ পালন করছি।আজকের শোভাযাত্রার প্রথমে ছিল নীলফামারী প্রশাসনের  র‌্যালী আরও ছিলো জেলা শিল্পকলা একাডেমি, জেলা বিএনপি, শ্রমিক দলের লাঠি খেলা সহ সকল শ্রেণির পেশার মানুষ আজকের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) এবিএম ফয়জুল ইসলাম।অপর র‌্যালীতে জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, শ্রমিক দলের সভাপতি নুর আলম, ছাত্রদলের মারুফ পারভেজ প্রিন্স। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সভাপতি তাহমীন হক ববি, সাধারণ সম্পাদক নুর আলম, আনোয়ার সাদিক প্রিন্স, নাসিরুদ্দিন শাহ মিলন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্, সাধারণ সম্পাদক আল আমিন সহ শোভাযাত্রায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা–কর্মীরাও এতে অংশগ্রহণ করেন।
এবারের শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা নববর্ষকে ভিন্ন আঙ্গিকে দেখছেন। তাঁরা মনে করছেন,প্রশাসনিক সহযোগিতা থাকলেও আধুনিকতার নোংরামো মনমানসিকতার কারণে মানুষের হৃদয়ে কমছে এই হাজার বছরের এ সংস্কৃতির ধারা। তাদের প্রত্যাশা এ সংস্কৃতি মানুষের হৃদয়ে আরও বেশি জাগ্রত হবে নিরপেক্ষতায়। আজকের শোভাযাত্রার র‌্যালীতে নীলফামারী সদরের ফুলতলা থেকে অংশগ্রহণ করেছেন মারুফা আকতার, তাকে এবারের নববর্ষের বিষয়ে জানতে চাইলে তিনি ডেইলি খবর ২৪ ডটকমকে বলেন, ‘টানা পনের বছর একভাবে নববর্ষ উৎসব পালন করেছি কিন্তু এবার স্বাধীন দেশে নতুন বেশে নতুন আঙ্গিকে বাংলা বছর পালন করেছি দলমত নির্বিশেষে মুক্ত পরিবেশে । সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের নতুনত্বে সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বঙ্গাব্দ ১৪৩২ মধুময়ে পালিত হলো, পালিত হলো‘‘নববর্ষ আনন্দ শোভাযাত্রা’’ ।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!