বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষবরণের মঞ্চ ভাঙচুর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১০:৫৪ পিএম

চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষবরণের মঞ্চ ভাঙচুর

বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, ‘সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছিলাম। সন্ধ্যার কিছু আগে ৪০ থেকে ৫০ জন যুবক এসে ডিসি হিলে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।’
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’ওসি ভাঙচুর প্রতিহত করার কথা বললেও ঘটনাস্থলের ছবিতে দেখা যায় চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে, প্যান্ডেলের কাপড় ও প্যানাফ্ল্যাক্সের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!