নিজস্ব প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বাউল সমর্থকদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা।বুধবার (২৬ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবহমানের গ্রামীণ সংস্কৃতি বাউলরা গ্রামগঞ্জে গান করে বেড়ায়। তাদের ওপর হামলাকে তিনি উগ্রবাদী ও ধর্মান্ধদের হামলা হিসেবে অভিহিত করেন।
এদিকে ঢাকার কড়াইল বস্তিতে গতরাতের অগ্নিকান্ডের ঘটনায় সেখানকার মানুষদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। সুষ্ঠু তদন্ত করে অগ্নিকান্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা উদঘাটনেরও দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।
ঢাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলার জন্য এটি চরম আঘাত। তাদেরকে দ্রæত ক্ষতি পূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।ছবি:সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :