বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

আগামী নির্বাচন সহজ হবে না-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:৩৩ পিএম

আগামী নির্বাচন সহজ হবে না-তারেক রহমান

নিজসস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, ‘সামনের নির্বাচন সহজ নয়, অনেকেই এই কথা হেসেখেলে উড়িয়ে দিয়েছেন। আজ তারা তা অনুধাবন করতে পারছেন।’
তারেক রহমান বলেছেন, তাদের পরিকল্পনা দলীয় হলেও তা দেশের জন্য প্রণীত,দেশের মানুষের কথা মাথায় রেখেই তা তৈরি করা হয়েছে।
দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য। নেতাকর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
তিনি বলেন,দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান,তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রæয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এ তপশিল ঘোষণা করেন তিনি।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!