সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

টাইগারদের দাপুটে জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:০১ পিএম

টাইগারদের দাপুটে জয়ে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ

মাঠে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো জিতে যাবে বাংলাদেশ। তবে এই ৪ উইকেট পেতে রীতিমত ঘাম ছুটে গেছে তাইজুল ইসলাম, হাসান মুরাদদের। প্রায় ৬০ ওভার বোলিং করে আইরিশদের অলআউট করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২১১ রানে এগিয়ে থাকায় ফলোঅনের সুযোগ থাকলেও সে পথে না হেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৫০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। বিদায়ের আগে ৫৩ বলে ২১ রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। এই উইকেটের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে টেস্টে ২৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সী তাইজুল। 
এরপর আক্রমণাত্বক ব্যাটিংয়ে অষ্টম উইকেটে ৪৮ রান যোগ করে ক্যাম্ফার ও জর্ডান নিলের জুটি। ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করা নিলকে বোল্ড করে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। যা দ্বিতীয় ইনিংসে এই অলরাউন্ডারের প্রথম উইকেট। ২৩৭ রানে আইরিশরা ৮ উইকেট হারানোর পর দ্রæতই জয়ের প্রত্যাশা করছিল বাংলাদেশ।
যে কারণে সকাল সাড়ে ১১টায় মধ্যাহ্ন বিরতি দেওয়ার কথা থাকলেও, ম্যাচ শেষ হয়ে যাবে এই আশায় সেই সময় পিছিয়ে খেলা চলতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করেও জুটি ভাঙতে পারছিলেন না তাইজুল-এবাদতরা। তবে লাঞ্চ বিরতির পর শেষ পর্যন্ত সফল হন মুরাদ। পরপর দুই বলে হোয়ি (৩৭) ও ম্যাথু হাম্ফ্রিসকে ফেরান তিনি। শেষ পর্যন্ত ২৫৯ বল খেলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার।  দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ৪ টি করে উইকেট নিয়েছেন মুরাদ ও তাইজুল। খালেদ আহমেদ পেয়েছেন ১ উইকেট। ছবি-সংগৃহীত

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!