সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:০৮ এএম

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৫

এবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল অবশ্য দাবি করেছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো এই বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও হামলায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ড
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএএ জানায়, এতে অনেক মানুষ আহত হয়েছেন এবং বড় ধরনের ক্ষতি হয়েছে।
হিজবুল্লাহ নিশ্চিত করেছে, তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। তবে ওই কমান্ডারের পরিচয় তারা প্রকাশ করেনি।
হিজবুল্লাহর কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই হামলার টার্গেট ছিল। ফলাফল এখনো পরিষ্কার নয়। এই হামলা রেড লাইন অতিক্রম করেছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, এ হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু নিজেই। যদিও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে যুদ্ধবিরতি বিদ্যমান রয়েছে।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান,নয়তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা চালানো হয়েছে। হামলার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স ছুটে আসে এবং উদ্ধারকর্মীরা অ্যাপার্টমেন্টগুলোতে তল্লাশি চালান।
দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরেই অবশ্য উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি বাহিনী প্রায় ডতিদিনই লেবাননের অভ্যন্তরে হামলা চালাচ্ছে।তাদের দাবি,এসব হামলা হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।
চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা আংশিকভাবে সরে গিয়ে এখনো সীমান্তের পাঁচটি আউটপোস্টে অবস্থান বজায় রেখেছে।ছবি সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!