সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার সৌদি আরবে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:২৬ এএম

২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার সৌদি আরবে

সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় এসব প্রবাসীদের। রবিবার (২৩ নভেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানায় দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়, গত ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৯৪ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৭৫০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৮১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬২৪ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৮৬৭ জন গ্রেফতার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।এতে বলা হয়েছে,গ্রেফতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৫ শতাংশ, ইয়েমেনি ৩৪ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।
একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৯ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৩২ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!