শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বিজিবির তৎপরতায় হাতিবান্ধা সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৭:০০ পিএম

বিজিবির তৎপরতায় হাতিবান্ধা সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদলের অভিযানে ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৫০০ বোতল মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
জানা গেছে,হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর সিংগীমারী গ্রামের সীমান্ত এলাকা থেকে ১২ পোটলার মধ্যে ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৫০০ বোতল মাদক আটক করেছে। বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-২,৪০,০০০ টাকা (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!