কৃষক ও কৃষি খাতের ক্ষুদ্রও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন এবং সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার  লক্ষ্য নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
চুক্তির মাধ্যমে কৃষকদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন,কৃষি উপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, উৎপাদিত পণ্যের ক্রেতা সংযোগ, ওয়ার্কিং ক্যাপিটাল  লোনের ব্যবসস্থা এবং উইগ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর ফলে কৃষি উৎপাদন, বাজার সংযোগ এবং  আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। 
আজ রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যব¯’াপনা  পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাআদত এবং উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যব¯’াপনা পরিচালক মো. মাহমুদুর রহমান নিজ নিজ  প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 
অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন উইগ্রো টেকনোলজিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ  সাফির, কো-ফাউন্ডার ও সিএসও জন বাকলি এবং সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল সাদ। এছাড়াও কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট  ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর  রহমান, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের  কর্মকর্তারাও অনুষ্ঠানে উপ¯ি’ত থেকে সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানান। 
কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বাজার প্রসার এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের মাধ্যমে এই চুক্তি দেশের কৃষি খাতকে আরও  শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

-20251031153401.jpeg) 
              
                         ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন। 
                             
                                           
                                          -20251019142038.jpeg) 
                                           
                                           
                                          -20251015042827.jpg) 
                                           
                                           
                                           
                             
        
        
        
       -20251031153401.jpeg) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :