প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী,বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ বৈঠক করবেন বলে জানা গেছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। তবে আজকের বৈঠক কী বিষয়ে এবং কী আলোচনা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :