রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

বিরোধীদের রক্ত ঝরিয়ে তানজানিয়াতে ফের ক্ষমতায় সামিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৮:০৫ পিএম

বিরোধীদের রক্ত ঝরিয়ে তানজানিয়াতে ফের ক্ষমতায় সামিয়া

মোট ভোটের ৯৮ শতাংশ ভোটে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দ্বিতীয় মেয়াদে বিপুল ব্যবধানে নির্বাচিত করেছেন। বিরোধীদের রক্ত ঝরিয়ে তানজানিয়াতে ফের ক্ষমতায় সামিয়ার ফেরা জনপ্রিয়তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
তবে নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। খবর বিবিসি
শনিবার (১ নভেম্বর) সকালে দেশটির নির্বাচন কমিশনের প্রধান জ্যাকবস মওমবেগেলে ফল ঘোষণা করে বলেন, চামা চা মাপিনদুজি (সিসিএম) দলের প্রার্থী হিসেবে সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৯৮ শতাংশ পেয়েছেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মোট ৩ কোটি ৭৬ লাখ ভোটারের মধ্যে প্রায় ৩ কোটি ২০ লাখ ভোট পড়ে। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮৭ শতাংশ।
অন্যদিকে আন্তর্জাতিক মহল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন চলাকালে এবং ফল ঘোষণার পর দেশজুড়ে সহিংসতায় শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই কঠিন হয়ে পড়েছে।
বিরোধী দল চাদেমার দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। আবার এক কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, অন্তত ৫০০ জনের মৃত্যুর ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে।
সরকার অবশ্য সহিংসতার খবর অস্বীকার করেছে।পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কম্বো থাবিত জানিয়েছেন, কিছু বিচ্ছিন্ন এলাকায় সামান্য ঘটনা ঘটেছে, তবে নিরাপত্তা বাহিনী দ্রæত নিয়ন্ত্রণে নিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তানজানিয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব পক্ষকে সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য, কানাডা ও নরওয়ে সহিংসতায় ব্যাপক হতাহতের ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ নিয়ে উদ্বেগ জানিয়েছে।
জানজিবারেও একই দিনে নির্বাচন হয়। সেখানে সিসিএমের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট হুসেইন মুইনি প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে বিরোধীরা সেখানে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ তুলেছে।
রাজধানী দার এস সালামসহ বিভিন্ন শহরে নির্বাচনের পর বিক্ষোভ হয়েছে। তরুণ বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলেন, পুলিশ ও ভোটকেন্দ্রে হামলা চালান। শনিবার সকাল পর্যন্ত পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসু রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে আছেন। অপর প্রার্থী লুহাগা মপিনা প্রযুক্তিগত কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই তানজানিয়ার রাজনৈতিক দমননীতি ও বিরোধী নেতাদের নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল-ভোট স্বাধীন ও সুষ্ঠু হবে। ২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট জন মাগাফুলির মৃত্যুর পর সামিয়া সুলুহু হাসান দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!