কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান জনাব মো. মফিজুর রহমান খান চৌধুরী। এছাড়া কমিউনিটি ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।
দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির, জয়েন্ট ডিরেক্টর এ.এন.এম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্ট এর কমপ্লায়েন্স পরিপালন, ব্যামেলকোদের ভ‚মিকা, ট্রেড এবং ক্রেডিট বেজড মানি লন্ডারিং এর ধরণ, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকের শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করে দেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব সাজ্জাদ হোসেন-আর্থিকখাতে অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পক্ষ থেকে জোরালো ভ‚মিকা প্রত্যাশা করেন।
এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্তবিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস; এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ সহ কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যামেলকোবৃন্দ।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :